Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগস্ট ২০২৫ মাসের জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রেরণ প্রসংগে।
বিস্তারিত

আগস্ট ২০২৫ মাসের জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন 

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া অফিস এর মাধ্যমে সদর উপজেলা কৃষি অফিস থেকে ১১৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিস থেকে ২৫ জন উদ্যোগী কৃষকের জমির মাটি পরীক্ষা করার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। এছাড়া চাহিদাকৃত ফসলের জন্য সার সুপারিশ কার্ড প্রদানের পাশাপাশি সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার প্রয়োগে উদ্বুদ্ধকরণ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করে মৃত্তিকা সম্পদ সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা হচ্ছে, মাটির দূষণ রোধ এবং স্বাস্হ্য সুরক্ষা বিষয়ক অন্যান্য সেবা প্রদান চলমান রয়েছে। গত ২৯মে থেকে ১জুন/২০২৫ খ্রি. তারিখে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার কসবা উপজেলায় অবস্হান করে মাটি পরীক্ষা করে ৫০ জন কৃষককে সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে। এই সার সুপারিশ কার্ড ব্যবহারে ফলে মাটির স্বাস্হ্য সুরক্ষার পাশাপাশি ফসলের উৎপাদন বাড়বে। এছাড়া অত্র জেলার বিজয়নগর উপজেলায় প্রাপ্ত কালো মাটি উত্তোলন ও পুড়ানোর হাত থেকে রক্ষা করা খুবই প্রয়োজন। অত্র জেলার উর্বর কৃষি জমির gvwU‡K ইট-ভাটায় পুড়ানোর হাত থেকেও রক্ষার Rb¨ Kvh©Ki c`‡ÿc †bqv GKvšÍ Riæwi| এ এলাকার মাটির স্বাস্হ্য সুরক্ষার জন্য সদর উপজেলার রামরাইল ইউনিয়নে “মাটি পরীক্ষার wfwˇZ mylg mvi e¨envi welqK প্রায়োগিক গবেষণা প্লট”এর স্হান নিবা©চন করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।    
এমতাবস্হায়, অত্র্র কার্যালয় কর্তৃক সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন (হার্ড কপি ও সফট কপি) মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য নিম্নের সংযুক্তিসহ সবিনয়ে প্রেরণ করা হল। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/08/2025
আর্কাইভ তারিখ
30/06/2026