Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  • উপজেলা নির্দেশিকা হালনাগাদকরনের জন্য- ২টি উপজেলার মাঠ জরিপ।
  • নবায়নকৃত উপজেলা নির্দেশিকা প্রণয়ন- ১টি ।
  • ইউনিয়ন ভিত্তিক ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা প্রণয়ন- ৫ টি ইউনিয়ন সহায়িকা।  
  • মৃত্তিকা ও সার ব্যবস্থাপণা বিষয়ক কৃষক ও কৃষি কর্মীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থী সংখ্যা- ১০০ জন।
  • স্থায়ী গবেষণাগারে বিশ্লেষণের জন্য মৃত্তিকা নমুনা প্রেরণ- ২০০টি (প্রাপ্তি সাপেক্ষে)।
  • ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকের মৃত্তিকা নমুনা বিশ্লেষণ ও সার সুপারিশ কার্ড প্রদান- ১০০টি ।
  • উপজেলা নির্দেশিকা ব্যবহার করে চাহিদাকৃত ফসলের জন্য সার সুপারিশ কার্ড প্রদান-১০০ টি
  • অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন এর সংখ্যা- ৫০০টি।