Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রায়োগিক গবেষণা প্লটের মাঠ দিবস
বিস্তারিত

প্রায়োগিক গবেষণা প্লটের মাঠ দিবসের প্রতিবেদন  

২০২৩-২০২৪ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর ব্লকে মাটি পরীক্ষা ও উপজেলা নির্দেশিকার ভিত্তিতে জমিতে সুষম সার প্রয়োগ বিষয়ক গবেষণা প্রদর্শনী প্লটের ফসল উত্তোলন উপলেক্ষ্য অদ্য একদিনের মাঠ দিবস উদযাপন করা হয়। উল্লিখিত প্লটের ফসল ব্রিধান-১০০ এর ফলন বেশ ভালো হওয়ার কারণে কৃষক আব্দুল হাকিম এখন মহাখুশি। উক্ত ৩৩ শতকের প্লটের এক বর্গমিটারে ধানের ফলন ৩ কেজি ৫৩৪ গ্রাম পাওয়া গেছে। মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করার কারণে পার্শ্ববর্তী জমির চেয়ে ফলন শতকরা ১৪.৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। উক্ত মাঠ দিবস ও কৃষক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মোঃ আফছার আলী স্যারকে। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার জনপ্রতিনিধি তিনজন মেম্বার, অত্র ব্লকের এসএএও জনাব আনিস মিয়া এবং এসএএও শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত কৃষক-কৃষাণীরা মাটি পরীক্ষার বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছেন। এসআরডিআই প্রতিনিয়ত কৃষি, মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

"মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন"

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
23/05/2024
আর্কাইভ তারিখ
31/07/2024