ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষনাগারের (তিতাস) মাধ্যমে “সরেজমিনে কৃষকের মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার সুপারিশ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক” কর্মসূচির আওতায় আগামী ৩০/০৫/২০২৪ খ্রি. থেকে ০২/০৬/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত নবীনগর উপজেলার মাটি পরীক্ষা করা হবে। আগ্রহী কৃষকগণকে মাত্র ২৫/- ফিস দিয়ে মাটি পরীক্ষা সেবাটি নিজেদের দোরগোড়া থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এবং উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।