Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৫ ডিসেম্বর ২০২২ বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হয়।
বিস্তারিত

আজ ০৫ ডিসেম্বর ২০২২খ্রি. তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। ‘মৃত্তিকা: খাদ্যের সূচনা যেখানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২ উদযাপিত হয়েছে। সকাল ১০.০০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রণয় চাকমা এর নেতৃত্বে ফুলবাড়িয়া বাইপাস রোডে প্রদক্ষিণ করে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রণয় চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাছের চেয়ে মাটির গুরুত্ব বেশি, এর কারণ উল্লেখ করে বলেন- মাটি থেকে উৎপাদিত ফসল প্রতিদিন আমাদেরকে খেতে হয়। আর মাটি পরীক্ষা, মাটির স্বাস্থ্য, টেকসই কৃষি উন্নয়ন, মৃত্তিকা দূষণ রোধ এ সময়ের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জনাব মুন্সী তোফায়েল হোসেন, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। তিনি বলেন, আমাদের মাটির স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং কৃষির বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি মাটি ও কৃষির উন্নতির ব্যাপারে সবাইকে এখনি সচেতন হতে হবে বলে গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি মাটিও যেন কৃষি উৎপাদনের বাইরে না থাকে তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। এছাড়া, ডঃ মোঃ সোলায়মান তালুকদার, উপপরিচালক বিএডিসি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শামীম উদ্দিন দিবসটির তাৎপর্য তুলে ধরেন ও মূল্যবান বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন, সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জনাব ইসমাইল হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই, আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। তিনি তার প্রবন্ধে বলেন, একদিকে দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে, অন্যদিকে আবাদি জমি কমছে উল্লেখযোগ্য হারে। কৃষির এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সবাইকে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে মাটি পরীক্ষা ভিত্তিক সুষম সার দিতে হবে। মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার প্রয়োগ করলে ফলন ২০-৩০% বৃদ্ধি পাবে। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপজেলা পর্যায়ের কৃষি ও অন্যান্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তাগণ, উপসহকারী কৃষি কর্মকর্তা,কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
05/12/2022
আর্কাইভ তারিখ
31/12/2022