Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইসমাইল হোসেন


ইসমাইল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, (এসআরডিআই) আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর অফিস প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে ২৯ জুন, ২০২২ খ্রি.তারিখে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে নরসিংদী জেলার অন্তর্গত বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে বি.এসসি.এজি (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচারে এমএস (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ২০১৭ সালে মে মাসের ২ তারিখে ৩৫ তম বিসিএস (কৃষি ) ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেটে (সারের গুণগতমান নির্ধারণ পরীক্ষাগার) যোগদান করেন। তারপর তিনি ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর এসআরডিআই, আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়াতে যোগদান করেন। এসআরডিআই-এর একজন বিজ্ঞানী হিসেবে তিনি নিরলসভাবে কৃষি ও মৃত্তিকা ব্যবস্হাপনা নিয়ে দেশমাতৃকার কল্যাণে ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যেতে চান।