শিরোনাম : কৃষক প্রশিক্ষণ
ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষনাগারের (তিতাস) মাধ্যমে “সরেজমিনে কৃষকের মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার সুপারিশ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক” কর্মসূচির আওতায় আগামী ২০/০৫/২০২৪ খ্রি. তারিখে খরিফ/২০২৪ মৌসুমের ১ (এক) দিনের কৃষক প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিস, নবীনগর ভেন্যুতে সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্হিত ছিলেন নবীনগর উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম লিটন এবং প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মোঃ আফছার আলী স্যার। এছাড়াও, উপস্হিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ইসমাইল হোসেন ও উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ এবং অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। আগামী ৩০/০৫/২০২৪ খ্রি. থেকে ০২/০৫/২০২৪ খ্রি. পর্যন্ত ভ্যানটি অত্র উপজেলার মাটি পরীক্ষা করবে। আগ্রহী কৃষকগণকে মাত্র ২৫/- ফিস দিয়ে মাটি পরীক্ষা সেবাটি নিজেদের দোরগোড়া থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS